Site icon Jamuna Television

চুরির খাসি জবাই করলো যুবলীগ নেতা, এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কুড়িচাল ৭নং ওয়ার্ডে যুবলীগের নেতার বিরুদ্ধে চুরি করে খাসি জবাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। শনিবার দুপুরে ফুলবাড়িয়া বাজারে কড়িচালা এলাকাবাসী এ ঘটনায় মানবন্ধন করেছে।

ভূক্তভোগী পরিবার জানায়, শুক্রবার রাত ৯টার দিকে নূরু ইসলামের লোকজন বাড়ি তালা দিয়ে পাশের গ্রামে যায়। পরে বাড়িতে এসে দেখতে পায় বারান্দার সামনে রক্ত এবং ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে যেয়ে দেখে তাদের খাসি নেই। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।

খাসির রক্ত দেখে দেখে পাশে মালেক নামে ব্যাক্তির বাড়ি তল্লাশি করে খাসির মাংস পায়। এলাকাবাসী পরে মালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির মালেক ও তমিজুদ্দিনকে গ্রেফতার করেন।

ফুলবাড়িয়ার পুলিশকে ক্যাম্প ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং খাসির মাংসসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version