Site icon Jamuna Television

২৩ জুলাই হতে বিদেশযাত্রায় করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক

আগামী ২৩ জুলাই হতে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ গমনকারী সকল এয়ারলাইন্সের যাত্রীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করেছে সরকার। আজ শনিবার (১৮ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

গত ১২ জুলাই অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ নিয়ে বিদেশ গমনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ গমনেচ্ছু সম্মানিত যাত্রীগণকে সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নিম্নরূপ নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে:
১। বিমান যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;
২। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;
৩। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;
৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নিম্নে বর্ণিত ১৬ টি সরকারি হাসপাতাল/ প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাবেন:
১. শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
২. বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, চট্টগ্রাম।
৩. কক্সবাজার মেডিকেল কলেজ ( আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)।
৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।
৫. ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা।
৬. ইন্সটিটিউট অব পাবলিক হেলথ, ঢাকা।
৭. ন্যাশনাল ইন্সটিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
৮.নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ।
৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া।
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।
১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
১৪. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।
১৫. রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

ইউএইস/

Exit mobile version