Site icon Jamuna Television

নির্যাতিত ভাড়াটিয়ার সাহায্যে এগিয়ে এলো হিউম্যান এইড

নাজমা বেগম

ভাড়াটিয়া নির্যাতনের খবর যমুনা টেলিভিশনে প্রচারের পর ভুক্তভোগী পরিবারের সাহায্যে এগিয়ে এলো হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি উন্নয়ন সংস্থা।

শনিবার বিকালে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন উলন দাস পাড়ায় ভুক্তভোগী নাজমা বেগমের পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট শেখ মঈনুল ইসলাম। এসময় তিন মাসের বাড়ি ভাড়া, এক মাসের খাবার ও ঈদ সামগ্রী প্রদান করা হয় তাদের।

এছাড়া একইদিন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নামের একটি সংগঠন ভুক্তোভোগী পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি আইনী সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Exit mobile version