Site icon Jamuna Television

কিমের বোনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় মামলা

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বোনের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়ার এক আইনজীবী। খবর নিউইয়র্ক টাইমসের।

খবরে বলা হয়, গতমাসে সীমান্তে দুই কোরিয়ার যৌথ লিয়াঁজো অফিস গুঁড়িয়ে দিয়ে দুই দেশের শত্রুতা বিপজ্জনক সীমায় উস্কে দেয়ায় তার বিরুদ্ধে মামলা করেছেন ওই আইনজীবী।

শুক্রবার এ মামলার ভার নেয়ার কথা জানিয়েছেন দ. কোরিয়ার কৌসুলিরা। তবে কিম জং-উনের বোন কিম ইয়ো জংয়ের বিরুদ্ধে অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত তারা শুরু করবেন কিনা তা এখনও পরিষ্কার হয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, কিম জং উনের বোনকে মামলার জন্য আদালতে ডেকে পাঠানোর কোনো উপায়ও দক্ষিণ কোরিয়ার কৌসুলিদের নেই। সে দিক থেকে কার্যত তাদের হাত বাঁধা। ফলে মামলাটি মূলত প্রতীকী। তবে এ মামলার জেরে উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে।

আইনজীবী লি কায়ুং জায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একজন সমালোচক। কিম ইয়ো জং এর পাশাপাশি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ পাক জং-চোনের বিরুদ্ধেও মামলা করেন তিনি।

দক্ষিণ কোরিয়া সরকারের তহবিলে নির্মিত লিয়োজোঁ কার্যালয় ভবন ধ্বংসের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

ইউএইস/

Exit mobile version