Site icon Jamuna Television

হিমালয়ের পাদদেশে ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত: ঢাকায় বন্যার আশঙ্কা

ফাইল ছবি

হিমালয়ের পাদদেশে চার দিনে ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে রাজবাড়ী, ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চলমান বন্যা পরিস্থিতি আরও দুই-তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাছাড়া আগামী সপ্তাহের ২১ জুলাই ভারতের, আসাম, হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর ভারতে চার দিনে আবার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলে একই ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। সামগ্রিক অবস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিকভাবে সকল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নজরদারি করছে। যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাঠে প্রস্তুত রয়েছে।

Exit mobile version