Site icon Jamuna Television

উড়ন্ত পিঁপড়া দেখা গেছে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব অঞ্চলে

উড়ন্ত পিঁপড়ার দেখা গেছে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব অঞ্চলে

উড়ন্ত পিঁপড়ার বিশাল এক ঝাঁক দেখা গেছে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব অঞ্চলে। দেশটির আবহাওয়া অফিসের রাডারে ধরা পড়ে এ দৃশ্য। বলা হয়েছে, কমপক্ষে ৫০ মাইল দীর্ঘ ছিলো পিঁপড়াদের এই সমাবেশ।

যার অবস্থান ছিলো লন্ডন, কেন্ট এবং সাসেক্সের আকাশ জুড়ে। ‘উড়ন্ত পিঁপড়ে দিবস’ হ্যাশট্যাগে ভিডিওটি টুইট করে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস। যেখানে কয়েক হাজার পিঁপড়ে ছিলো বলে জানানো হয়। সাধারণত গ্রীষ্মের গরম, আদ্র এবং বাতাসবিহীন দিনে পিঁপড়ের এমন সমাবেশ দেখা যায়। এ সময় ফ্লাইং অ্যান্ট ডে হয়ে থাকে।

গেল বছরেও উড়ন্ত পিঁপড়ের ঠিক একই রকম সমাবেশ দেখা গিয়েছিল লন্ডনের আকাশে। এই দিনটিতে সঙ্গীর সাথে মিলনের জন্য বাসা ছেড়ে বের হয় রানী পিঁপড়া। ফলে পিঁপড়াদের এমন সমাবেশ হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version