Site icon Jamuna Television

সাহেদকে নিয়ে মধ্যরাতে অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ।

রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে নিয়ে গেলো মধ্যরাতে উত্তরায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। এসময় তার ব্যাক্তিগত গাড়ি থেকে গুলিসহ অস্ত্র পাওয়া যায়। পরে সেখান থেকে ৫ বোতল মদ ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, মো. সাহেদের মামলা ডিবিতে হস্তান্তর হওয়ার পর থেকেই অধিকতর তদন্ত চলছে। তারই ধারাবাহিকতায় গেলো রাতে উত্তরায় অভিযান চালানো হয়। এসময় তার ব্যক্তিগত গাড়িটি জব্দ করে পুলিশ। তাতে এক রাউন্ড গুলিসহ অস্ত্র পাওয়া যায়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা করেছে ডিবি পুলিশ। তারমধ্যে একটি অস্ত্র আইনে অন্যটি বিশেষ ক্ষমতা আইনে।

Exit mobile version