Site icon Jamuna Television

বাবরি মসজিদের জায়গায় ৫ আগস্ট শুরু হতে পারে রাম মন্দির নিমার্ণ কাজ

বাবরি মসজিদের জায়গায় ৫ আগস্ট শুরু হতে পারে রাম মন্দির নিমার্ণ কাজ

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় ৫ আগস্ট থেকে শুরু হতে পারে রাম মন্দির নিমার্ণের কাজ। শনিবার বিষয়টি জানিয়েছে ‘শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট’।

জমকালো আয়োজনে হবে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, সেখানে অংশ নেবেন খোদ প্রধানমন্ত্রী। এর আগে, শুভক্ষণ ৩ আগস্ট হতে পারে ভূমিপূজা। মন্দির নির্মাণে সাড়ে ৩ বছর লাগতে পারে। প্রস্তাবিত নকশায় ৫ গম্বুজ বিশিষ্ট মন্দিরটির উচ্চতা ১২৮ থেকে ১৬১ ফুট। শুরুতে ৭০ একর জমিতে মন্দির নির্মাণের কথা থাকলেও নতুন প্রস্তাবে আয়তন ধরা হয়েছে ১০৮ একর।

এদিকে ১৯৯২ সালে, উগ্রপন্থিরা বাবরি মসজিদ ভাঙ্গার পর থেকেই জমির মালিকানা নিয়ে চলছিলো মামলা। গেলো বছর ৯ নভেম্বর চূড়ান্ত রায় দেন ভারতের সুপ্রিম কোর্ট। যাতে, বির্তকিত জমিটি পায় হিন্দু ট্রাস্ট।

তবে, বাবরি মসজিদ পূণরায় নির্মাণের জন্য অযোধ্যাতেই সুন্নি ওয়াকফ্ বোর্ডকে ৫ একর জমি হস্তান্তরের নির্দেশ দেন আদালত।

Exit mobile version