Site icon Jamuna Television

পাঁচতলার কার্নিশ থেকে পড়েও যেভাবে রক্ষা পেল শিশুটি (ভিডিও)

পাঁচতলার কার্নিশ থেকে পড়েও যেভাবে রক্ষা পেল শিশুটি

একটি ভবনের পাঁচতলার কার্নিশে ঝুলছিল শিশুটি। যেকোনো মুহূর্তেই পড়ে যাওয়ার আশঙ্কা। এবং ঘটলও তাই। নিজেকে ধরে রাখতে না পেরে শেষ পর্যন্ত পড়ে যেতে থাকে শিশুটি। কিন্তু এর মধ্যেই এক ব্যক্তি শিশুটিকে ধরে ফেলেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিশুটি। ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংসু প্রদেশের হুয়াইয়ান শহরে। খবর সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, মা-বাবার অগোচরে জানালা দিয়ে কোনোভাবে কার্নিশে চলে যায় শিশুটি। এরপর বেকায়দায় কার্নিশ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তার। বিষয়টি নজরে আসে এলাকার কয়েকজন বাসিন্দার। তারা বুঝতে পারেন, যেকোনো মুহূর্তেই ঘটতে পারে অঘটন। এরপর এলাকাবাসী নির্দিষ্ট একটি স্থানে কম্বল বিছিয়ে দেন, যাতে শিশুটি পড়ে গেলেও প্রাণে বেঁচে যায়। এর মধ্যেই শিশুটি আর নিজেকে ধরে রাখতে পারেনি। কার্নিশে ঝুলতে ঝুলতে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় সে। এ সময় এক ব্যক্তি ধরে ফেলেন ওই শিশুটিকে। এতে প্রান বেঁচে যায় শিশুটির।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version