Site icon Jamuna Television

গুগল ম্যাপে ফিলিস্তিনের নাম উধাও! আসল ঘটনা কী?

ফিলিস্তিনের নাম উধাও গুগল ম্যাপে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের একটি ম্যাপের সাথে গুগলের ফিলিস্তিন অঞ্চলের ম্যাচ জুড়ে প্রচারণা চালানো হচ্ছে গুগল তাদের ম্যাপ থেকে ফিলিস্তিনের ম্যাপ মুছে দিয়েছে। এর মাধ্যমে তারা ওই অঞ্চলে দখলদার ইসরায়েলি শক্তির পক্ষেই অবস্থান নিচ্ছে।

কিন্তু আসল সত্যটা হলো:- গুগল ম্যাপে ফিলিস্তিন নামে কোন দেশের অস্তিত্ব কখনোই ছিল না। বরং ফিলিস্তিন লিখে সার্চ দিলে সেখানে গাজা এবং ওয়েস্ট ব্যাংক নামে দুটি অঞ্চলের ম্যাপ দেখায় তারা।

জানা যায়, গুগল ম্যাপে ফিলিস্তিন নাম থাকা নিয়ে বিতর্ক উঠেছিল সর্বপ্রথম ২০১৬ সালে। গুগলের একটি বাগের কারণে সেসময় গাজা এবং ওয়েস্ট ব্যাংকের নাম দেখা যাচ্ছিল না। কিন্তু পরবর্তীতে সেটি ঠিক করা হলে পুনরায় অঞ্চল দুটির নাম দেখা যায় আবারও।

২০১৬ সালে এমন অভিযোগ উঠার পর সেসময় গুগলে প্রচুর আবেদনও জমা পরে ফিলিস্তিনকে গুগল ম্যাপে অন্তর্ভুক্ত করার।

Exit mobile version