Site icon Jamuna Television

ক্রিকেটার সাকিব আল হাসানের পিতা করোনায় আক্রান্ত

মাগুরা প্রতিনিধি:

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পিতা মাসরুর রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, গত দুইদিন আগে মাসরুর রেজার জ্বর আসে। পরে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। আজ তার করোনা পজেটিভ এসেছে। তবে, তিনি শারীরিক ভাবে সুস্থ্য আছেন বলে জানান সিভিল সার্জন।

এছাড়া মাগুরায় নতুন করে আরও নয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন সাতজন। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩০৮। এদের মধ্যে ১৫৫ জন সুস্থ্য হয়েছেন।

Exit mobile version