Site icon Jamuna Television

গাজীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডুবাইল এলাকায় বায়লামালু (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে মৃত দেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রোববার রাতে স্বামী ও সন্তান নিয়ে খাবার খেয়ে ঘুমাতে যান বায়লাবানু। কিন্তু তার স্বামী পল্লাতমালু ওই রাতে স্ত্রী ও সন্তানদের ঘরে রেখে পাশের বিলে মাছ ধরতে যায়। সকালে ওই ঘরের দরজা না খোলায় বায়লার শাশুড়ি ডাকতে গেলে ঘর থেকে তার আট বছরের শিশু কন্যা পল্লবী দরজা খুলে বেড়িয়ে আসে। পড়ে তাহার শাশুড়ি ঘরে উকি দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে বায়লামালু ঝুলে আছে।

এ সময় শাশুড়ির চিৎকারে আশপাশের লোক ছুটে এসে ওই গৃহবধূর ঝুলন্ত লাশটি মাটিতে নামায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রোববার সকালে ওই গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হালিম জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে রিপোর্ট আসলে বলতে পারব হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে দুপুরে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ইউএইস/

Exit mobile version