Site icon Jamuna Television

২০ জুলাই থেকে রাজধানীসহ ১৩ জেলায় শুরু হবে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা

বাংলাদেশের যেসকল নাগরিকগণ বিদেশ যাবেন তাদের জন্য আগামী ২০ জুলাই থেকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি মার্কেটে স্থাপন করা অস্থায়ী কোভিড-১৯ আইসােলেশন কেন্দ্রে করোনার নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণযােগাযােগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির মেডিকেল অফিসার ও যুগ্ন সদস্য সচিব ডাঃ মােস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

সেখানে বলা হয়, বিদেশগামী বাংলাদেশের নাগরিকগণের মধ্যে যারা ঢাকা মহানগরীতে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা প্রদান করতে চান তারা ২০ জুলাই থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাখালীস্থ ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী কোভিড-১৯ আইসােলেশন কেন্দ্রে নমুনা প্রদান করতে পারবেন। একইসাথে ঢাকার বাইরে ১৩টি জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনগণের তত্ত্বাবধানে একই তারিখ থেকে নমুনা সংগ্রহ করা হবে। স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে।

যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেসব জেলাগুলাে হলাে বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়নগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীগণকে যাত্রার ৭২ ঘন্টা পূর্বে নমুনা দিতে হবে। নমুনা প্রদানের সময় পাসপাের্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে এবং মূল পাসপাের্ট ও টিকেট প্রদর্শন করতে হবে।
সেইসাথে নমুনা প্রদানের জন্য পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহিত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপাের্ট প্রদান করা হবে।

Exit mobile version