Site icon Jamuna Television

ভারতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে সংঘর্ষ

সংঘর্ষের এক পর্যায়ে পুড়িয়ে দেয়া হয় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন।

ভারতে পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারের দাবিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় উত্তর দিনাজপুর এলাকা।

প্রশাসন বলছে, শনিবার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় মেয়েটি। পরদিন ভোরে বাড়ির কাছে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয়েছে মেয়েটিকে। এর পরই ধর্ষণকারীকে গ্রেফতার এবং বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। চলে কয়েক ঘণ্টায় ব্যাপি দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষের এক পর্যায়ে পুড়িয়ে দেয়া হয় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন।

Exit mobile version