Site icon Jamuna Television

পানি বেড়েই চলেছে দেশের মধ্যাঞ্চলের নদ-নদীতে

ছবি- সংগ্রহীত

বৃষ্টি অব্যাহত থাকায় পানি বেড়েই চলেছে দেশের মধ্যাঞ্চলের নদ-নদীতে। প্রতিদিনই পদ্মা ও যমুনা তীরবর্তী জেলাগুলোয় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুরের বানভাসি মানুষকে। সরকারি হিসাবে জামালপুরে পানিবন্দি অন্তত ১০ লাখ মানুষ। এসব জেলায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।

এদিকে উত্তরাঞ্চল লালমনিরহাট, কুড়িগ্রামসহ বেশিরভাগ জেলায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। রংপুরসহ কয়েক এলাকায় দেখা দিয়েছে ভাঙ্গন। উজানে বৃষ্টি হওয়ায় আগামী ২-৩ দিন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Exit mobile version