Site icon Jamuna Television

চাকরিচ্যুতির প্রতিবাদে রেলওয়ে গেটকিপারদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকুরিচ্যুত রেলওয়ের ৫৮ জন গেটকিপার।

তারা দীর্ঘসময় ধরে অস্থায়ীভাবে চাকরি করে আসলেও চলতি মাসে তাদের চাকরিচ্যুত করে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা করোনাকালীন এই দুর্যোগের সময় তাদেরকে চাকুরিতে স্থায়ীকরণের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন গেটকিপার বিনয় চন্দ্র, আমিনুর রহমান, সাইদুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ ও মানববন্ধন শেষে রেলওয়ে বিভাগীয় ম্যানেজারের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

Exit mobile version