Site icon Jamuna Television

ভারতে একদিনে শনাক্ত ৪০ হাজার করোনা রোগী

ভারতে একদিনে শনাক্ত ৪০ হাজার করোনা রোগী

ভারতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত করোনা রোগী মনাক্ত হয়েছে ৪০ হাজারের বেশি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ হাজার ৪২৫ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। এতে ভারতে মোট আক্রান্ত হলেন ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬৮১ জন। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে মোট ২৭ হাজার ৪৯৭ জনের।

গতকাল রোববার ৩৯ হাজার শনাক্তের পর আজ সোমবার তা এক লাফে বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

এর মধ্যে মহারাষ্ট্র রাজ্যেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি।

আক্রান্ত দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটা স্বস্তিদায়ক। আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখেরও বেশি রোগী। করোনায় এখন সুস্থতার হার ৬২.৮৬ শতাংশ।

Exit mobile version