Site icon Jamuna Television

বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার

বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার

ভারতের পূর্বাঞ্চলের বালাসোর শহরে একটি বিরল প্রজাতির কচ্ছপের সন্ধান পেয়েছে প্রাণিসম্পদ কর্মকর্তারা। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে ১৯৬ কিলোমিটার দূরে বালাসোর জেলার একটি গ্রামের বাসিন্দারা রোববার বিরল ওই হলুদ কচ্ছপটি দেখতে পান। খবর এনডিটিভি।

রোববার স্থানীয়রা কচ্ছপটি দেখার পর বনবিভাগে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রাণিটিকে উদ্ধার করে।

দেশটির একজন প্রাণিসম্পদ বিভাগের একজন কর্মকর্তা জানান, কচ্ছপটির মাথা এবং শরীর দেখতে হলুদ। সত্যি বলতে এটি বিরল প্রজাতির। আমি আমার জীবনে এমন কচ্ছপ দেখি নাই।

দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, বিরল প্রজাতির প্রাণীর সন্ধান পেলে সেটি সংরক্ষণের বিধান রয়েছে। সে আইন অনুযায়ী এটিকে সংরক্ষেণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Exit mobile version