করোনাভাইরাসের বিস্তাররোধে বাইরে তো বটেই এখন ঘরেও জনসমাগমের মধ্যে পড়তে হবে মাস্ক। রোববার এমন ডিক্রি জারি করলো ফ্রান্স ও হংকং।
ফ্রান্সে সোমবার থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি। নীতিমালা ভঙ্গ করলে গুণতে হবে ১৫৪ ডলার। গেলো মাসে, লকডাউন শিথিলের পরই গণপরিবহন, জনসমাবেশ ও অফিস-আদালতে মাস্ক পরিধাণ বাধ্যতামূলক করে ফ্রান্স। কোভিড নাইনটিন আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৩০ হাজারের বেশি মানুষ; সংক্রমিত পৌণে দু’লাখ।
রোববার, একদিনে ১০৮ জন রোগী শনাক্তের পর, একইরকম পদক্ষেপ গ্রহণ করেছে হংকং। এছাড়া, ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণেরও ঘোষণা দেন প্রধান নির্বাহী ক্যারি লাম।

