Site icon Jamuna Television

২৭ তারিখের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস দেয়া হবে

২৭ তারিখের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস দেয়া হবে বলে শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় কমিটিকে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন, বিজিএমইএ। এছাড়া জুলাই মাসের অর্ধেক বেতন দেয়া হবে ৩০ তারিখের মধ্যে।

বিজিএমইএ’র এসব সিদ্ধান্ত মেনে নিয়েছে ত্রিপক্ষীয় কমিটি। দুপুরে রাজধানীর শ্রম ভবনে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি বিজিএমইএ সভাপতি রুবানা হক।

বৈঠকে জানানো হয়, মজুরি বোর্ডের আওতায় থাকা অন্য খাতগুলোর বেতন-বোনাস হবে ২৫ জুলাইয়ের মধ্যে। শ্রম প্রতিমন্ত্রী জানান, জুলাই মাসের বাকি অর্ধেক বেতন দেয়া হবে আগস্টের সাত তারিখের মধ্যে।

Exit mobile version