Site icon Jamuna Television

বয়স্কদের মতো শিশুরাও করোনা ছড়াতে পারে: গবেষণা

দক্ষিণ কোরিয়ায় করা নতুন এক সমীক্ষায় দেখা গেছে, ১০ থেকে ১৯ বছর বয়সী শিশুরা প্রাপ্তবয়স্কদের মতোই পরিবারের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।

যুক্তরোষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জার্নালে সংক্রামক রোগ বিষয়ক এ গবেষণা প্রকাশ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিনহুয়া।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের গবেষকরা গত ২০ জানুয়ারি থেকে ২৭ মার্চের মধ্যে দেশটিতে করোনা আক্রান্ত ৫ হাজার ৭০৬ জন রোগীর সান্নিধ্যে আসা ৫৯ হাজার ৭৩ জনের রিপোর্ট পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছেন।

গবেষকরা জানান, স্কুল পড়ুয়া শিশুদের মাধ্যমে পরিবারের মধ্যে সর্বোচ্চ কোভিড-১৯ সংক্রমণের হার ১৮.৬ শতাংশ।

Exit mobile version