Site icon Jamuna Television

করোনার কারণে এ বছর ব্যালন ডি অর দেওয়া হবে না

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ফুটবলের বার্ষিক সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি অর দেওয়া হবে না। আজ এমনটা জানিয়েছে ফরাসি ফুটবল সংস্থা। করোনার কারণে মাঠে সেভাবে খেলা হয়নি তাই এই মৌসুমে সঠিক যাচাই-বাছাই করা সম্ভব হবে না বলে এরকম সিদ্ধান্ত নিয়েছেন তারা।

১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত করে আসছে।

করোনাভাইরাসের কারণে মার্চের শেষে সারাবিশ্বে ফুটবল লিগ বন্ধ হয় যায়। স্থগিত হয়ে যায় চ্যাম্পিয়নস লিগের খেলাও। আগস্টে নতুন ফরমাটে তা আবার শুরু হওয়ার কথা রয়েছে। এই রকম নানান বাধা বিপত্তির মধ্যেই ব্যালন ডি অর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ফুটবল সংস্থা।

Exit mobile version