Site icon Jamuna Television

ভারত মহাসাগরে পাওয়া গেল রাক্ষুসে-দৈত্যাকার আরশোলা!

প্রাগৈতিহাসিক যুগের প্রাণি হলো আরশোলা। সহজে অভিযোজন করে পৃথিবীতে টিকে আছে কোটি কোটি বছর। তবে শুধু বাড়ির দেওয়ালে নয়, সমুদ্রের গভীরেও নাকি এদের বাস। তাও আবার যেই সেই আরশোলা নয় একেবারে দৈতাকার ও রাক্ষুসে আরশোলা। সম্প্রতি সিঙ্গাপুরের গবেষকরা ভারত মহাসাগর থেকে এরকমই আরশোলা ধরেছেন। যার ১৪ টি পা, বিশাল বড় দেহ।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা উপকূলে গভীর সমুদ্রের ১৪ দিন ধরে অভিযান চালানোর সময়, এই দলটি ১২,০০০ এরও বেশি গভীর সমুদ্রের প্রাণী সংগ্রহ করেছে- যার মধ্যে বিশালাকার এই আরশোলাও রয়েছে।

এই আরশোলার নাম জায়ান্ট বাথিনমাস। যা আকারে ২০ ইঞ্চি (৫০ সেন্টিমিটার) অবধি বাড়তে পারে। এই ১৪ পা ওয়ালা আরশোলা আসলে কাঁকড়া এবং চিংড়ির মতো অন্যান্য সামুদ্রিক প্রজাতির সঙ্গে আরও নিবিড়ভাবে মিল রয়েছে। এই প্রাণী মূলত মৃত সামুদ্রিক প্রাণীর অবশিষ্টাংশ খেয়েই বেঁচে থাকে। এগুলি কোনও খাবার ছাড়াই দীর্ঘ সময় বেঁচে থাকতে সক্ষম।

Exit mobile version