Site icon Jamuna Television

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করলো আইসিসি

বেশ কিছুদিন ধরে চলা জল্পনাই সত্য হলো। করোনা মহামারির কারণে স্থগিত করা হলো ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার এমন সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।

এমনিতেই করোনার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আয়োজন করা কঠিন বিষয়। এই কঠিন কাজটা করতে অনীহা ছিল আয়োজক অস্ট্রেলিয়ারও। পাশাপাশি, অংশগ্রহণকারী অনেক দেশের ক্রিকেট বোর্ডই এই সময়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয়ে ছিল। শেষ পর্যন্ত বাতিলই হলো এই বছরের আসরটি।

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠানের কথা ছিল। দেশটিতে করোনার প্রকোপ একদফা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি সেটি আবার নতুন করে বেড়েছে।

Exit mobile version