Site icon Jamuna Television

করোনা আতঙ্কে দিনে তিনবার বাড়ি ধুচ্ছে স্ত্রী, হেল্পলাইনে বিরক্ত স্বামীর ফোন

করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে দিনে তিনবার বাড়ি ধুয়ে মুছে সাফ করছে স্ত্রী। শুধু এখানেই থেমে থাকেননি টেবিল, জুতোর রেক, চেয়ার সবকিছু পরিষ্কার করছেন তিনি। এমনকি প্রতিবেশীরা এলে তাদের আগে গোসল করাচ্ছেন। সামান্য পাশের দোকান থেকে কিছু কিনে বাড়ি ফিরলেও গোসল করে বাড়িতে ঢুকতে হচ্ছে পরিবারের সদস্যদের। সব মিলিয়ে প্রচণ্ড বিরক্ত স্বামী। শেষমেশ টেলি মেডিসিনের হেল্পলাইনে ফোন করেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে। খবর নিউজ ১৮।

টেলি মেডিসিনে ফোন করে স্বামী জানতে চান তার স্ত্রী কোনওরকম মানসিক সমস্যায় ভুগছেন কিনা। চিকিৎসার প্রয়োজন আছে কিনা।

অবশ্য চিকিৎসকরা বলছেন, তার স্ত্রী‌ ‌Obsessive Compulsive Disorder (OCD)‌ ভুগছেন। লকডাউনে বাড়িতে বন্দি থাকার কারণে এই মানসিক সমস্যা আরও বেশি করে তৈরি হয়েছে।

Exit mobile version