Site icon Jamuna Television

ঢাকা টেস্টে হারের মুখে বাংলাদেশ

তিন দিনে শেষ হতে পারে ঢাকা টেস্ট! ম্যাচের গতি-প্রকৃতি তেনমটাই জানান দিচ্ছে। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি ক্যাচ ফেলে দেওয়ার মহড়া বাংলাদেশকে হারে মুখে অনেকখানি ঠেলে দিয়েছে।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলংকা দল ৩১২ রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ২০০ রান। ইনিংসের একমাত্র অর্ধ শতক হাকানো রোশেন সিলভা অপরাজিত আছেন ৫৮ রানে। অপর অপরাজিত ব্যাটসম্যান লাকমাল ৭ রান করেছেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ৩ উইকেট, এবং তাইজুল ইসলাম ও মেহেদী হাসান ২টি করে উইকেট লাভ করেছেন।

এর আগে ১১০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। সফরকারীদের পক্ষে ৩টি করে উইকেট লাভ করেন আকিলা দনঞ্জয় ও সুরঙ্গ লাকমাল।

প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করেছিল শ্রীলংকা। সর্বোচ্চ ৬৮ রান সংগ্রহ করেছেন কুশল মেন্ডিস। বাংলাদেশের পক্ষে ৪টি করে উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম।

দ্বিতীয় দিনের খেলা শেষে ঢাকা টেস্টের উল্লেখযোগ্য ঘটনা:

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় ‍দিনের খেলা শেষে):

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬২ ওভারে ২০০/৮ (দিমুথ করুণারত্নে ৩২, কুশল মেন্ডিস ৭, ধনঞ্জয় ডি সিলভা ২৮, ধানুশকা গুনাথিলকা ১৭, দিনেশ চান্ডিমাল ৩০, রোশেন সিলভা ৫৮, নিরোশান ডিকভেলা ১০, দিলরুবান পেরেরা ৭, আকিলা দনঞ্জয় ০, সুরঙ্গ লাকমাল ৭*; আব্দুর রাজ্জাক ১৭-২-৬০-১, মুস্তাফিজুর রহমান ১২-২-৩৫-৩, তাইজুল ইসলাম ১৯-২-৭২-২, মেহেদী হাসান ১৪-৩-২৯-২)

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫.৪ ওভারে ১১০ (তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৫, মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১, মুস্তাফিজ ০; লাকমল ১২-৪-২৫-৩, দিলরুয়ান ১১.৪-৪-৩২-২, ধনঞ্জয় ১০-২-২০-৩, হেরাথ ১২-১-৩১-০)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৫.৩ ওভারে ২২২ (কুশল মেন্ডিস ৬৮, দিমুথ করুণারত্নে ৩, ধনঞ্জয় ডি সিলভা ১৯, ধানুশকা গুনাথিলকা ১৩, দিনেশ চান্ডিমাল ০, রোশেন সিলভা ৫৬, নিরোশান ডিকভেলা ১, দিলরুবান পেরেরা ৩১, আকিলা দনঞ্জয় ২০, রঙ্গনা হেরাথ ২, সুরঙ্গ লাকমাল ৪*; মেহেদী হাসান ১৩-০-৫৪-০, আব্দুর রাজ্জাক  ১৬-২-৬৩-৪, তাইজুল ইসলাম ২৫.৩-২-৮৩-৪, মুস্তাফিজুর রহমান ১১-৪-১৭-২)

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version