Site icon Jamuna Television

আসিফের কণ্ঠে প্রথমবার রবীন্দ্রসংগীত

আসিফের কণ্ঠে প্রথমবার রবীন্দ্রসংগীত

নিজের দীর্ঘ ও সফল ক্যারিয়ারে প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গতকাল প্রকাশ হয়েছে তার কন্ঠে ‘আলো আমার আলো’ শিরোনামের গানটি। এটি প্রকাশ করেছে আর্ব এন্টারটেইনমেন্ট। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু।

এদিকে গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রশংসা কুড়াচ্ছে। অনেক শিল্পীও গানটি শেয়ার করে তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, জীবনে প্রথমবারের মতো সাহস করে রবীন্দ্রসংগীত গাইলাম।

এ দিকে আসিফ সম্প্রতি পশ্চিমবঙ্গের কবির সুমনের কথা ও সুরে তিনটি গানে কন্ঠ দিয়েছেন।

মাঝে কিছুদিন বিরতির পর সর্বশেষ কয়েক বছরে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন আসিফ আকবর। সোমবার রাতে মৌটুসীর সঙ্গে নতুন একটি গানের ঘোষণা দেন তিনি।

এ প্রসঙ্গে ফেইসবুক পেজে লেখেন, আমার সংগীত ক্যারিয়ারে অনেক অবদান মৌটুসী ভাবীর। ওনার কাছ থেকে পেয়েছি মনোবল। বিশ বছর ধরে ভাবীর সাথে অজানা কারণে গাওয়া হয়ে ওঠেনি। এই গানটায় ভাবীর অদ্ভূত গায়কী আমার খুব ভালো লেগেছে।

‘তুমি এলে এ হাওয়ায়’ শিরোনামে গানটি লিখেছেন কলকাতার রাজীব দত্ত। পার্থ প্রতীম আচার্য্যির সুরে সংগীত করেছেন সেখানকার সৌরভ বাবাই চক্রবর্তী। প্রকাশ হচ্ছে ধ্রুব মিউজিক ষ্টেশনের ব্যানারে।

‘আলো আমার আলো’ গানটি শুনতে এখানে ক্লিক করুন

Exit mobile version