জিলহজ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক। এর ওপর ভিত্তি করে ঠিক হবে পবিত্র ঈদুল আজহার দিন।
সন্ধ্যা ৭টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে ১৪৪১ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

