Site icon Jamuna Television

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। আর মৃত্যুবরণ করেছেন দুজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সরকারি-বেসরকারি মিলে ৭ টি ল্যাবে ১ হাজার ১১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে মহানগরীতে আক্রান্ত হয়েছে ৮৯ জন এবং উপজেলায় ৪৯ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫ জনে। বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪০ জন।

এদিকে বিদেশগামীদের দ্বিতীয় দিনের মতো করোনা পরীক্ষা হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। যারা বিদেশে যাবেন তাদেরকে যাত্রার তিন দিন আগে জেলা সিভিল সার্জন কার্যালয়ে নাম রেজিস্ট্রেশনের নির্দেশনা দিয়েছেন সিভিল সার্জন।

Exit mobile version