Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ছিনতাইয়ের কবলে পড়ে বাংলাদেশি নিহত

আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পেতে খাদে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ বাপ্পী (৩৯)। গত রোববার পেনাং প্রদেশের সেবারাংপেরা এলাকার বুকিত তেনগাহের মালয়ান রেলওয়ে (কেটিএম) ডিপোর কাছাকাছি এ ঘটনা ঘটে।

নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সেবেরাং পেরাই টেংগা জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার শফি আবদ সামাদ সাংবাদিকদের জানান, তিন মিটার খাদে এক ব্যক্তির লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহত ৩৯ বছর বয়সী মোহাম্মদ বাপ্পি তার ৩২ বছর বয়সী বন্ধুকে নিয়ে গ্রামে তার পরিবারের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য একটি ব্যাংকে যাচ্ছিলেন। দুই বাংলাদেশি ঘটনাস্থলে পৌঁছলে দুজন অচেনা মোটরসাইকেল আরোহী গতিরোধ করে আঘাত করলে আহত ওই বাংলাদেশি তিন মিটার গভীর খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত বাংলাদেশি দুই বছর আগে মালয়েশিয়ায় এসেছেন এবং একটি কারখানায় কাজ করতেন।

Exit mobile version