Site icon Jamuna Television

প্রকাশিত হয়েছে জাহিদ সোহাগের ৬ষ্ঠ কবিতার বই

কবি প্রকাশনী থেকে একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জাহিদ সোহাগের ৬ষ্ঠ কবিতার বই। বইটির নাম বা কবিতার কোনো শিরোনাম নেই। কবির সাক্ষর দিয়ে প্রচ্ছদ করেছেন নরোত্তম দুবে। ২৪ পৃষ্ঠার এই বইটিতে ৫২টি কবিতা আছে। পাওয়া যাবে বই মেলায় স্টল নং ৬৪৪।

এই বইটির কবিতাগুলো গত ৫ বছর ব্যাপ্তকালে লেখার সংকলন। যার মূল সুর বিচ্চিন্নতাবোধ, প্রেম, যৌনতা রাজনীতি; মানে মানুষের আর যা যা আছে।

বইটি প্রকাশের পেছনের কথা জানতে চাইলে কবি জাহিদ বলেন,  কবি প্রকাশনীতে বসে হঠাৎই মনে হলো, বই ছাপবো। মুহূর্তেই মেকাপ করতে বসলাম। গল্পের বইয়ের জন্য প্রচ্ছদ করা ছিল। সেটার নাম ফেলে দিলাম। প্রকাশক বললেন, ‘কবিতার বইয়ের নাম কী হবে?’ আমি বললাম, ‘দরকার নাই। বরং কবিতার নামগুলোও ফেলে দিন।’ রানিং মেকাপ হলো। দেখি আরো দুটো কবিতা দেয়া যাবে। ট্রেসিং না ছেড়ে বাসায় এসে লিখলাম। দেড় ফর্মার বইয়ে ৫২টি কবিতা। পেপারব্যাক। বার-কোডে আইএসবিএন নাম্বারের পরিবর্তে দিলাম নিজের মোবাইল ফোন নাম্বার।’

ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার?- এমন প্রশ্নের জবাবে কবিসুলভ রহস্যের আশ্রয় নিলেন জাহিদ। বললেন- আবার শূন্যতায় ডুবতে বসবো।

Exit mobile version