Site icon Jamuna Television

সাহেদের বিরুদ্ধে দায়েরকৃত প্রতারণার মামলার তদন্ত করবে র‍্যাব

করোনা চিকিৎসায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্টের মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে দায়েরকৃত প্রতারণার মামলার তদন্ত ভার র‍্যাবকে দেয়া হয়েছে।

মঙ্গলবার র‍্যাব সদর দপ্তরে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, এতোদিন সাহেদের মামলা তদন্ত করছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় র‍্যাবকে মামলা তদন্তের দায়িত্বভার দিয়েছে।

তিনি আরও জানান, গত তিন দিনে র‍্যাবের হটলাইনে সাহেদের বিরুদ্ধে ১৫০টি অভিযোগ জমা পড়েছে।

এদিকে, মেট্রো রেলের ৭৬ কর্মীকে ভুয়া রিপোর্ট দেয়ায় উত্তরা পশ্চিম থানায় সাহেদসহ পাঁচ জনের বিরদ্ধে মামলা করেছে ভুক্তভোগীরা।

Exit mobile version