Site icon Jamuna Television

ফের করোনা রিপোর্ট পজেটিভ কোয়েল মল্লিকের

??????????????????????????????????????

দ্বিতীয় পরীক্ষায় করোনার রিপোর্ট পজেটিভ এসেছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। শুধু কোয়েল মল্লিক নয় স্বামী নিসপাল সিংয়ের দ্বিতীয় কোভিড পরীক্ষায় রিপোর্টও পজেটিভ এসেছে। তবে আশার খবর, রঞ্জিত মল্লিকের রিপোর্ট নেগেটিভ এসেছে। খবর কলকাতা ২৪।

গত ১৭ জুলাই করোনার পরীক্ষা করা হয়। অভিনেত্রী কোয়েলসহ মল্লিক পরিবারের সবার। সেই রিপোর্টেই কোয়েল, নিসপাল এবং মা দীপা মল্লিকের করোনা রিপোর্ট ফের পজেটিভ আসে।

এরআগে গত ১০ই জুলাই অভিনেত্রী টুইট বার্তায় জানিয়েছিলেন তিনিসহ স্বামী নিসপাল সিং, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক করোনায় আক্রান্ত।

Exit mobile version