Site icon Jamuna Television

রহিমের জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বড় জয়

ছবি: সংগৃহীত

ইংলিশ লিগে ওয়াটফোর্ডকে এক হালি গোল দিয়ে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। জবাবে একটিও পরিশোধ করতে পারেনি ওয়াটফোর্ডরা। এই চার গোলের মধ্যে রহিম স্টার্লিংয়েরই অবদান জোড়া গোল।

মঙ্গলবার রাতে প্রথমার্ধের ৩১ ও ৪০ মিনিটে জোড়া গোল করে সিটিজেনদের এগিয়ে দেন স্টার্লিং। ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে নেমে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিটিজেনরা।

চলতি মৌসুমে লিভারপুলের কাছে শিরোপা বিসর্জন দেয়ার ক্ষোভ যেন দুর্বল ওয়াটফোর্ডের ওপর ঝাড়তে থাকে পেপ গার্দিওলার শিষ্যরা।

৬৩তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ফিল ফোডেন। এর তিন মিনিট পরেই ওয়াটফোর্ডের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন এমেরিক লাপোর্তে। ফলাফল ৪-০ ব্যবধানে ওয়াটফোর্ডকে উড়িয়ে দেয় ম্যান সিটি।

লিগে সিটির আর ম্যাচ বাকি আছে একটি। দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে যাওয়া গার্দিওলার দলের বর্তমান পয়েন্ট ৩৭ ম্যাচে ৭৮।

ইউএইস/

Exit mobile version