Site icon Jamuna Television

আজ শিরোপা উৎসব করবে লিভারপুল

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শিরোপা উৎসব করবে লিভারপুল। রাত সোয়া ১টায় ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে চেলসির মুখোমুখি হবার পর শিরোপা দেয়া হবে চ্যাম্পিয়নদের।

টপ ফোরে জায়গা পাবার মিশনে রাতের আরেক ম্যাচে ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের শিরোপা আগেই নিশ্চিত হয়েছে লিভারপুলের। কিন্তু আনুষ্ঠানিকভাবে আজ শিরোপা হাতে পাবে ক্লপ শিষ্যরা।

চেলসির বিপক্ষে অলরেডদের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার হলেও জয় পেতে সেরা একাদশ গড়বেন য়্যুর্গেন ক্লপ। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরছেন জেমস মিলনার। তবে এখনও মাঠের বাইরে জো মেটিপ।

লিভারপুলের উৎসবের রাতের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ চেলসির জন্য। টেবিলের তিন নম্বরে থাকা ল্যাম্পার্ড শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে পয়েন্ট চায় চ্যাম্পিয়নদের বিপক্ষে। সদ্য এফএ কাপে লিভারপুলকে হারানোর অভিজ্ঞতা টনিক হতে পারে ব্লুদের জন্য।

ইউএইস/

Exit mobile version