Site icon Jamuna Television

নায়িকা থেকে এবার প্রযোজক

প্রায় বছর পাঁচেক আগে প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্করপিয়ন’ খোলার ঘোষণা দিলেও তা আলোর মুখ দেখেনি। তাই প্রযোজক হিসেবে নামও ওঠেনি মাহিয়া মাহির। তবে এবার প্রযোজক মাহির অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে।

ওই প্ল্যাটফর্মে পরিচালক রায়হান রাফিকে দিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করাচ্ছেন মাহি। গতকাল থেকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে শুটিং।

মাহি জানান, চার পর্বের সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে তিনি নিজেই আছেন। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পলাশ। তবে সিরিজটির নাম এখনো ঠিক করেননি তিনি।

সিরিজটি কোন প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে তা এখনও ঠিক হয় নি। শুটিং শেষ করে তবেই এসব নিয়ে ভাবতে চাইছেন মাহি।

Exit mobile version