Site icon Jamuna Television

ঘরে থাকা একে-৪৭ দিয়ে বাবা-মা’র হত্যাকারীদের খুন করলো কিশোরী!

ছবি: সংগৃহীত

চোখের সামনে তালেবানদের গুলিতে বাবা-মাকে নিহত হতে দেখার পর ঘরে থাকা একে-৪৭ হাতে নিয়ে দুই তালেবানকে হত্যা করলো আফগানিস্তানের ঘোর প্রদেশের এক কিশোরী। খবর বিবিসি’র।

এসময় ওই কিশোরীর ছোড়া গুলিতে আহত হয় আরও বেশ কয়েকজন তালেবান। এই ঘটনার পর ওই কিশোরীর ছবি ভাইরাল হয়ে যায় আফগানিস্তানের সোশ্যাল মিডিয়ায়। সেখানে অস্ত্র হাতে নিয়ে মা-বাবার খুনিকে হত্যা করায় প্রশংসায় ভাসছেন সেই কিশোরী।

স্থানীয় পুলিশের প্রধান হাবিবুর রহমান মালেকজাদার জানায়, ওই কিশোরীর নাম কামার গুল। গুলের বাবা ছিলেন ওই গ্রামের প্রধান। তিনি সরকারের সমর্থক হওয়ায় তালেবান যোদ্ধারা মূলত তার খোঁজ করছিল।

বাবা-মাকে হত্যার পর কামার গুল ঘরে থাকা একে-৪৭ আগ্নেয়াস্ত্র নিয়ে তালেবানদের উদ্দেশ করে গুলি ছোড়ে। এতে দুই তালেবান যোদ্ধা মারা যায়। বাকিরা পালিয়ে যায়।

ঘটনার পর তালেবান জঙ্গিরা দল বেধে ফের তাদের বাড়িতে আসে। কিন্তু গ্রামবাসী ও সরকারি মিলিশিয়ার পাল্টা আক্রমণে পিছু হটে তারা।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আরেফ আবের জানিয়েছেন, ওই ঘটনার পর কামার গুল ও তার ছোট ভাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ইউএইস/

Exit mobile version