Site icon Jamuna Television

তাপসী বি-গ্রেড অভিনেত্রী: কঙ্গনা

ছবি: সংগৃহীত

তাপসী একজন বি-গ্রেড অভিনেত্রী বলে মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় নায়কা কঙ্গনা রানাউত। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, কঙ্গনা যেনো থামছেনই না। পরিচালক অনুরাগ কাশ্যপকে ‘মিনি মহেশ ভাট’ বলে আক্রমণ করার পর তাপসীকে তিনি বি-গ্রেড বলে মন্তব্য করেন।

বিতর্কের সূত্রপাত কয়েক দিন আগে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করণ জোহর এবং আদিত্য চোপড়ার মতো বড় নামধারীদের এক হাত নেওয়ার পাশপাশি তাপসী এবং স্বরাকেও বিগ্রেড অভিনেত্রী বলে উল্লেখ করেন কঙ্গনা।

রাতারাতি কেঁপে ওঠে বলিউড। তাপসী-স্বরাও পাল্টা জবাব দেন কঙ্গনাকে। এবার সেই সাক্ষাৎকারের লিঙ্ক শেয়ার করে অনুরাগ সোশ্যাল মিডিয়ায় লেখেন, এক সময় তারা বন্ধু ছিলেন। কিন্তু এই নতুন কঙ্গনাকে তিনি চেনেন না। একেবারেই না।

ইউএইস/

Exit mobile version