Site icon Jamuna Television

জিজ্ঞাসাবাদ শেষে পাপুলের স্ত্রী বললেন এসব ‘ষড়যন্ত্র’

লক্ষীপুর-২ আসনের এমপি শহিদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকাল থেকে প্রায় দু’ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে পাপুলের স্ত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম দাবি করেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পাপুলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কুয়েতে দণ্ডপ্রাপ্ত পাপুলের অবর্তমানে এই জিজ্ঞাসাবাদের ওপর নির্ভর করছে অবৈধ সম্পদ অর্জনে দুদকের অনুসন্ধান।

এর আগে ১৭ জুন অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেয় দুদক। ঘুষ দেয়া, মানব ও অবৈধ মুদ্রা পাচার এবং রেসিডেন্ট পারমিট বিক্রির অভিযোগে কুয়েতের কারাগারে রয়েছেন এমপি পাপুল।

Exit mobile version