Site icon Jamuna Television

খালেদার কাছে দেড় ঘণ্টা ছিলেন স্বজনরা

কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তাঁর স্বজনরা। বিকাল তিনটার কিছু পরে কারাগারে প্রবেশ করে পাঁচটা পর্যন্ত ছিলেন তারা।

কারাগারের ভেতরে যাওয়ার সুযোগ পান খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী ও এক সন্তান এবং খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম। এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের জন্য ফল নিয়ে যান কয়েকজন নেতাকর্মী। তবে তারা ভেতরে যেতে পারেননি।

তবে এ সময় কারাগারের সামনে অপেক্ষারত গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাঁদের দেখা হয়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গতকাল বৃহস্পতিবার ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার পরপরই তাকে পুরান ঢাকার পুরাতন জেলের ডে-কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।

Exit mobile version