Site icon Jamuna Television

ভারতে শিশুদের মধ্যে মিললো বিরল কাওয়াসাকি রোগের উপসর্গ

ইউরোপ-আমেরিকার পর ভারতেও শিশুদের মধ্যে মিললো কাওয়াসাকি রোগের উপসর্গ। মুম্বাইর হাসপাতালে কোভিড নাইনটিন পজিটিভ একশো শিশুর মধ্যে ১৮ জন বিরল রোগটিতে আক্রান্ত। মারা গেছে দু’জন।

চিকিৎসকরা জানান, পাঁচদিনের বেশি তীব্র জ্বর থাকে। সারা শরীরে র‍্যাশের পাশাপাশি গলা ফুলে যাওয়া, ব্যাথা, পেট খারাপ, বমি, মুখে ঘা’ও আছে উপসর্গের তালিকায়। যেকোনো মুহূর্তে রক্তচাপ অত্যাধিক বেড়ে কিংবা কমে শকে চলে যেতে পারে শিশু।

এরআগে, যুক্তরাষ্ট্রেও চলতি বছর সাড়ে ৩শ’ শিশুর দেহে কাওয়াসাকি’র সাথে কোভিড নাইনটিনের সম্পৃক্ততা পেয়েছেন চিকিৎসকরা।

করোনা মহামারির সাত মাসে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেনেও কাওয়াসাকি রোগে আক্রান্ত হয়েছে সাধারণ সময়ের চেয়ে কয়েকগুণ বেশি শিশু।

Exit mobile version