Site icon Jamuna Television

করোনা নিয়ন্ত্রণের আগে আরও খারাপ হবে পরিস্থিতি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

করোনা মহামারি নিয়ন্ত্রণের আগে আরও খারাপ হবে পরিস্থিতি, এমন শঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুরু থেকে করোনার বিস্তাররোধে মাস্কের গুরুত্ব উপেক্ষা করলেও ৭ মাস পর সুর পাল্টেছেন তিনি।

নিউইয়র্কের পর, আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে ক্যালিফোর্নিয়ায়। চলতি মাসে দৈনিক রেকর্ড সংক্রমণ দেখছে ফ্লোরিডা-টেক্সাস। এ অবস্থায় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিয়ে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সতর্ক করেছেন, আরও খারাপ হতে পারে পরিস্থিতি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “মহামারি পুরো নিয়ন্ত্রণে আসার আগে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রতি দু’তিন দিনে আমার একবার করোনা পরীক্ষা হচ্ছে। সবাইকে বলছি, বার-রেস্তোরাঁ ও ভিড়ভাট্টা এড়িয়ে চলুন। সবসময় শারীরিক দূরত্ব রক্ষা সম্ভব না হলেও মাস্ক অবশ্যই ব্যবহার করুন।”

Exit mobile version