Site icon Jamuna Television

নাসিমা সুলতানাকে ডিবির জিজ্ঞাসাবাদ; ছিলেন না আবুল কালাম আজাদ

জেকেজি হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। একই বিষয়ে পদত্যাগ করা মহাপরিচালক (ডিজি) ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও তিনি সেখানে ছিলেন না তখন।

ডিবি সূত্র জানিয়েছে, জেকেজির প্রতারণা মামলায় গ্রেফতার ডা. সাবরীনার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ও করোনা পরীক্ষায় হাসপাতালটির অনুমোদনের বিষয়ে কিছু তথ্য ও কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে। একই বিষয়ে পদত্যাগ করা মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, নানা অনিয়মের অভিযোগের মুখে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

Exit mobile version