Site icon Jamuna Television

আলিম দারকে কোহলির অভিনন্দন

পাকিস্তানি ক্রিকেট আম্পায়ার আলিম দারকে অভিনন্দন জানিয়েছেন, ভারতীয় জাতীয় দলের অধিনায়ক ও হাল আমলের ‘রান মেশিন’ খ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি।

গত মঙ্গলবার তিনি এ অভিনন্দন জানান। দীর্ঘ দিন ক্রিকেট মাঠে বিচারকের দায়িত্ব পালনকারী দার সম্প্রতি একটি নতুন রেস্টুরেন্ট খুলেছেন।

একটি ভিডিও বার্তায় বিরাট কোহলি বলেন, “হ্যালো আলিম ভাই, আমি জানতে পেরেছি আপনি একটি নতুন রেস্টুরেন্ট খুলেছেন……….. এ জন্য আপনাকে অনেক অভিনন্দন।”

তিনি আরও বলেন, “আম্পায়ারিং পেশার মতো রেস্টুরেন্ট ব্যবসায়ও আপনার সফলতা কামনা করছি।”

গুণে গুণে শতক হাকানো এই তারকা ক্রিকেটার আরও বলেন, “আমি আরও জানতে পেরেছি, এই রেস্টুরেন্টের আয় দিয়ে আপনি বধির শিশুদের জন্য একটি স্কুল খুলতে চান। আপনার এ উদ্দেশ্যে সফল হোক। সবাইকে আপনার রেস্টুরেন্টে যেতে আমি উৎসাহ জানাই।”

ভিডিওটি দেখতে পাবেন এই লিংকে:

https://youtu.be/a7ZjHvbQz-4

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version