Site icon Jamuna Television

সাহাবউদ্দিন হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমতি দেয়ার কারণ জানতে চেয়ে স্বাস্থ্য অধিদফতরকে চিঠি

লাইসেন্স নবায়ন এবং সরেজমিন পরিদর্শন ছাড়া সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমতি কেন দেয়া হয়েছে জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে এই কারণ জানতে চাওয়া হয়েছে।

একইসাথে দেশের কতগুলো প্রাইভেট হাসপাতাল, ক্লিনিকের লাইসেন্স হালনাগাদ করা হয়েছে এবং কতগুলোর নবায়ন হয়নি তার পূর্ণাঙ্গ তালিকাও দিতে বলা হয়েছে এ চিঠিতে।

গত রোববার করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে সাহাবুদ্দিন হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Exit mobile version