Site icon Jamuna Television

করোনাকালে এ কেমন শত্রুতা?

পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার কোলাদীতে পুকুরে বিষ প্রয়োগে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। কোলাদী গ্রামের আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে রেজাউল করিম বিশ্বাস ও মাকছেদুল আলম অলিফ বিশ্বাস পুকুরে মাছ চাষ করে আসছিল।

মঙ্গলবার মাছের খাবার দিতে পুকুর পাড়ে গিয়ে সমস্ত মাছ মরে ভাসতে দেখে তারা। ধারনা করা হচ্ছে সোমবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলে।

অলিফ জানায়, পুকুর থেকে প্রায় ২৫ মণ মাছ বিক্রি করে দুই জনের প্রায় দেড় লক্ষাধিক টাকা আয় হতো। বিশ্বব্যাপী মহামারির এই সংকটময় মুহুর্তে এমন আর্থিক ক্ষতি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

Exit mobile version