Site icon Jamuna Television

দ্বিতীয়বার বিয়ে করার জন্য মা, মেয়ে ও স্ত্রীকে খুন!

দ্বিতীয়বারের মত বিয়ে করার জন্যে নিজের মা, তিন কন্যা ও স্ত্রীকে খুন করেছে এক ব্যক্তি। পুলিশ ইতোমধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে মিশরের এশিয়টে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ফার্মে কাজ করতেন। সেখানে একজন মহিলার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই মহিলাও এই ব্যক্তিকে বিয়ে করার আশ্বাস দেন এবং বলেন সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিবে। আর এই কারণেই ওই ব্যক্তি তার নিজের পরিবারকে শেষ করার নৃশংস খেলায় মেতেছিল।

ওই ব্যক্তি তার নিজের মা, স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে ফেলেছিল। সর্বশেষ চতুর্থ ছোট মেয়েকে হত্যা করার জন্য রান্নাঘরে দড়ি নিয়ে এসে তার গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। তারপর মেয়েটি অজ্ঞান হয়ে গেলে তাকে মৃত ভেবে চলে যায় ওই ব্যক্তি।

কিন্তু মেয়েটি কোনো ক্রমে বেঁচে যায়। ৫ জনকে হত্যা করার পর ওই ব্যক্তি বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। পরে সেই বাসা থেকে মৃতদেহগুলিকে ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওই ব্যক্তি এখন পুলিশ হেফাজতে আছে। কিন্তু পুলিশ তার নাম ও বয়স প্রকাশ করেনি। গত কয়েক বছরে মধ্যে মিশরে এইরকম পারিবারিক খুনের ঘটনা অহরহ ঘটতে দেখা গেছে।

ইউএইস/

Exit mobile version