Site icon Jamuna Television

বন্যা পরিস্থিতি: দ্বিতীয় দফায় প্লাবিত উত্তর, মধ্য আর পূর্বাঞ্চল

বন্যা পরিস্থিতি: দ্বিতীয় দফায় প্লাবিত উত্তর, মধ্য আর পূর্বাঞ্চল

উজানের বৃষ্টি, সাথে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ সবমিলিয়ে অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির। দ্বিতীয় দফায় প্লাবিত উত্তর, মধ্য আর পূর্বাঞ্চল।

পানি উন্নয়ন বোর্ডের হিসাবে, অন্তত ২৪ জেলা বন্যায় আক্রান্ত। মধ্যাঞ্চলে নতুন নতুন এলাকায় ঢুকছে বানের জল। বন্যার পানির সাথে লড়তে হচ্ছে লাখো মানুষকে।

জেলা প্রশাসনের হিসাবে, কেবল জামালপুরেই ১০ লাখের বেশি মানুষ পানিবন্দি। দুর্গত এলাকায় তীব্র হচ্ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা দীর্ঘায়িত হওয়ায় দেখা দিয়েছে রোগবালাই।

এদিকে পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারার স্রোত আবারও বিপৎসীমার উপরে। এতে তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকছে।

Exit mobile version