Site icon Jamuna Television

করোনা সংক্রমণে নতুন রেকর্ড ভারতে

ভারতে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৫ হাজার ৭২০ জন মহামারিতে সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন এক হাজার ২৯ জন। এনডিটিভির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ। সুস্থ হওয়ার হার ৬৩ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত সাত লাখ ৮২ হাজার ৬০৭ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ২৯ হাজার ৮৬১ জন।

এদিকে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়ানোর সাত মাসের মধ্যে বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেল।

আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাও আছে।

ইউএইস/

Exit mobile version