Site icon Jamuna Television

সম্প্রীতির বার্তা নিয়ে দক্ষিণ কোরিয়ায় কিম জংয়ের বোন

খেলার কূটনীতিতে দুই কোরিয়ার সম্প্রীতির সুর বেজে উঠলো শীতকালীন অলিম্পিকে। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং-এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। চির বৈরি দেশে এই নারী গেলেন সম্প্রীতির বার্তা নিয়ে।

উত্তর কোরীয় রাজপরিবারে কোনো সদস্যের এটাই প্রথম দক্ষিণ কোরিয়া সফর। সম্প্রতি দেশ দুটির মধ্যে সমঝোতা অনুসারে, এবার অভিন্ন পতাকা নিয়ে অলিম্পিকে অংশ নিচ্ছে দুই কোরিয়া।

২২ অ্যাথলেটের পাশাপাশি চারশ‘ জনের বিশাল প্রতিনিধি দল পাঠিয়েছে পিয়ংইয়ং। বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তবে উত্তর কোরীয় নেতাদের সাথে নৈশভোজে অংশ নিতে অস্বীকৃতি জানান তিনি। ২৩ তম শীতকালীন অলিম্পিকের আসর শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।

Exit mobile version